উত্তর: জেহরী নামাযে কেরাত উচ্চস্বরে পড়া আর সিররী নামাযে আস্তে পড়া ওয়াজিব। বিপরীত হলে সাজদায়ে সাহু ওয়াজিব। সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যেহেতু ইমাম সাহেব জেহরী নামাযে তিন আয়াত পরিমাণ নিম্নস্বরে পড়েছেন, তাই তার উপর সাজদায়ে সাহু ওয়াজিব হবে। আলমুসান্নাফ লিইবনে আবি শাইবা ৩/২৪৫, আল হিদায়া ১/১৫৮, ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ২/২৫৬
ফরজ নামাযের প্রথম দু রাকাতে সূরায়ে ফাতেহার সাথে সূরা মিলানো বা কেরাত পড়া ফরজ আর তৃতীয় ও চতুর্থ রাকাতে কেরাত পড়া অনুত্তম। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে ফরজ নামাযের তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা মিলানোর জন্য বিসমিল্লাহ পড়া অনুত্তম হলেও সেজদায়ে সাহু ওয়াজিব হবে না। বাহরুর রায়েক ২/১৬৭, ফাতাওয়ায়ে তাতারখানিয়্যা ২/৩৯২, ইমদাদুল ফাতাওয়া ১/২০৩
উত্তর: ইমাম সাহেব মেহরাবের ভেতরে দাঁড়ানো অবস্থায় মুক্তাদিগণ ইমাম সাহেবের অবস্থান তথা রুক ও সিজদা করা পরিপূর্ণ ভাবে পরিলক্ষিত করতে না পারে তাহলে নামায হয়ে যাবে তবে মাকরূহ হবে। আর যদি এমন না হয় তাহলে মাকরূহ হবে না। আল মুহিতুল বুরহানী ২/১৯০, ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ৪/১৪০, ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ১/১৬৭
Mufti Shamsuddoha | 19 views | নামাজ,প্রশ্ন/উত্তর,ফিকহ,বুখারী | জানুয়ারী 4, 2021 | No
উত্তর: হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী নফল নামায দাঁড়িয়ে পড়লে পূর্ণ সাওয়াব পাওয়া যায়। আর বসে পড়লে প্রাপ্ত সাওয়াব অর্ধেক পাওয়া যায়। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে বিনা ওজরে নফল নামায বসে পড়া জায়েয হলেও সাওয়াব কম পাওয়া যায়। সহীহুল বুখারী ১/২৫০, আল ফিকহুল হানাফী ওয়া আদিল্লাতুহু ১/২৪০, ফাতাওয়ায়ে দারুল উলুম করাচি ২/২৩৫

Mufti Shamsuddoha | 16 views | তাহারাত,প্রশ্ন/উত্তর,ফিকহ,মাসআলা-মাসায়েল | জানুয়ারী 4, 2021 | No
শরীয়তের মূলনীতি অনুযায়ী যদি কোন বস্তুতে দৃশ্যমান নাপাকি লাগে তাহলে তা দূর করলে বস্তুটি পবিত্র হয়ে যায়। আর যদি অদৃশ্য নাপাকি লাগে এবং বস্তুটি নিংড়ানো যায় তাহলে তা তিনবার নতুন দ্বারা নিংড়িয়ে ধোয়ার দ্বারা পাক হয়ে যায়। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যদি ধোপা পাক কাপড় নাপাক কাপড়ের সাথে মিলানোর কারনে সমস্ত কাপড় নাপাক হয়ে যায় তাহলে […]