প্রশ্ন: হুরমতে মুসাহারার কারণে হারাম হওয়া স্ত্রীর কি ইদ্দত পালন করতে হবে? কতদিন ঈদ্দত পালন করবে?
Mufti Shamsuddoha | 10 views | তালাক/ডিভোর্স | জানুয়ারী 11, 2021 | No
Shortlink:
উত্তর শরীয়তের মূল নীতি অনুযায়ী তালাক; বিচ্ছেদ বা স্বামীর মৃত্যুর পর নির্ধারিত ইদ্দত পালন করা আবশ্যক। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু হুরমতে মুসাহারাত মাধ্যমে হারাম হওয়া স্ত্রীকে তালাক ইত্যাদির মাধ্যমে বিচ্ছেদ করা হয় তাই উক্ত মহিলা তালাকের ইদ্দত পালন করবে। ঋতুবর্তী হলে তিন ঋতু বা তিন মাস আর গর্ভবতী হলে সন্তান প্রসব পর্যন্ত।
আদ্দুররুল মুখতার মাআ রাদ্দিল মুহতার ৩/২৭, মুলতাকিল আবহার মাআ মাজমায়িল আনহার ২/১৪২, আল মুহিতুল বুরহানী ৫/২২৬