প্রশ্ন: সিগারেটে অভ্যস্ত ব্যক্তি সিগারেট খাওয়ার জন্য ইতিকাফ অবস্থায় মসজিদের বাহিরে যেতে পারবে কি? বা মসজিদের এরিয়াতে সিগারেট খেলে ইতেকাফের কোন সমস্যা হবে কি?
Mufti Shamsuddoha | 18 views | প্রশ্ন/উত্তর,ফিকহ,রোজা | জানুয়ারী 5, 2021 | No
Shortlink:
উত্তর: ইতেকাফ অবস্থায় শরিয়া অনুমোদিত কোনো গ্রহণযোগ্য কারণ পাওয়া ব্যতীত মসজিদের বাহির হওয়া জায়েজ নাই। সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে সিগারেট পান করা কোনো গ্রহণযোগ্য কারণ না হওয়ায় এটার জন্য বাহিরে যাওয়া জায়েজ হবে না, বরং সবসময়ের জন্য এ অভ্যাস ছেড়ে দেওয়াই উত্তম। একান্ত যদি পান করতে হয় তাহলে টয়লেটে আসা যাওয়ার সময় তা সেরে নিতে হবে, তবে মুখ ভালোভাবে পরিষ্কার করে মসজিদে প্রবেশ করবে।
আলহিন্দিয়্যাহ ১/১৭৪, খুলাসাতুল ফাতাওয়া ১/২৬৭, কেফায়াতুল মুফতি ৬/৪০৩