প্রশ্ন: যাকাতের টাকা দিয়ে মাদ্রাসার ভবন নির্মাণ করার হুকুম কি?
Shortlink:
উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী যাকাত আদায় হওয়ার শর্ত হলো যাকাতের টাকা ইত্যাদি কোন ব্যক্তিকে পূর্ণ মালিক বানিয়ে দেওয়া। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু মাদ্রাসার ভবন কার মালিকানায় হয়না অতএব যাকাতের টাকা দিয়ে মাদ্রাসার ঘর নির্মাণ করা যাবে না, তবে শরীয়ত সম্মত পন্থা অবলম্বন করে হিলা করলে ভবন নির্মাণ করা যাবে।
আদ্দুররুল মুখতার ৩/৩৪১, আল মুহিতুল বোরহানি ৩/২১২, কিফায়াত মুফতি ৬/৩৭৩