প্রশ্ন:-যদি মুতাওয়াল্লি ওয়াকফকৃত জিনিসকে গাবনে ফাহেশ তথা অত্যধিক কম দামে ভাড়া দিয়ে দেয় তাহলে এর বিধান কি?

উত্তর:- ওয়াকফকৃত সম্পদের যথাযথ রক্ষানাবেক্ষণের জিম্মাদারী মুতাওয়াল্লির। তিনি এ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতের পাশাপাশি এর জন্য লাভজনক কল্যানকর যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবেন। 

সুতরাং প্রশ্নেবর্নিত সুরতে ওয়াকফকারী কর্তৃক পদত্ব ভাড়া যদি প্রচলিত ন্যায্য ভাড়ার চেয়ে কম হয় তাহলে তা গ্রহণযোগ্য বিবেচিত হবে। এ ক্ষেত্রে মুতাওয়াল্লি ভাড়াটিয়ার কাছে ন্যায্য ভাড়া দাবী করতে পারকে। ভাড়াটিয়া তা দিতে বাধ্য থাকবে। 

আদ্দুররুল মুখতার ৪/৪০৭,আলমুহীতুল বোরহানী ৭/৫০.

উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর

খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

 

Share This:

Leave Your Comments

Your email address will not be published.