প্রশ্ন:- যদি কোন লোক হজের সফরে মারা যায় তাহলে তার যিম্মাহ হতে হজ আদায় হয়ে যাবে কি?

উত্তর:- শরয়ী নিয়মানুযায়ী যদি কেউ হজ ফরয হওয়ার সাথে সাথে হজের সফরে বের হয়ে মারা যায়। অথবা বিলম্বে সফরকারী আরাফার ময়দানে অবস্থান করার পর মারা যায়, তাহলে তার হজের ফরজ আদায় হয়ে যাবে।

আর যদি বিলম্বে সফর কারী ব্যক্তি আরাফার ময়দানে অবস্থানের পূর্বেই মৃত্যুবরণ করে। তাহরে তাদের যিম্মায় বদলি হজের অসিয়ত করে যাওযা জরুরী।

 

রদ্দুল মুহতার- ৪/২৭। আল বাহরুর রায়েক- ২/৫৪৬। ফাতাওয়ায়ে সিরাজিয়্যা- পৃ. ১৮২। ফাতাওয়ায়ে রহিমিয়া- ৮/১১৯।

Share This:

Leave Your Comments

Your email address will not be published.