প্রশ্ন:- যদি কোন ব্যক্তি মানত করে যে, আমার সমস্ত সম্পদ সদকা করে দিবো। তার সম্পদের মধ্যে খারাজি ও উশরী উভয় প্রকারের যমিন রয়েছে। তাহলে খারাজি জমিন মানতের অন্তর্ভূক্ত হবে কি না?

উত্তর:- শরীয়তের দৃষ্টিতে যদি কোন ব্যক্তি বলে যে, আমি আমার সমুদয় সম্পত্তি মিসকিনদের মাঝে সদকা করে দিলাম। তাহলে খারাজি যমিন ছাড়া তার সমস্ত সম্পদই উক্ত মানতের অন্তর্ভূক্ত হয়ে যাবে।

বিধায় প্রশ্নে বর্ণিত সুরতে ব্যক্তির খারাজি যমিন ব্যতিত বাকি সমস্ত সম্পদ মানতের সম্পদ হিসেবে গণ্য হবে।

 

ফাতাওয়ায়ে সিরাজিয়া- পৃ. ২৭১। ফাতাওয়ায়ে হিন্দিয়া – ৩/৪৪৯। মাজমাউল আনহার -৩/২৫১।

Share This:

Leave Your Comments

Your email address will not be published.