প্রশ্ন:- মামা তার নাবালক ভাগিনার দেখাশোনা করেন। এক পর্যায়ে তার বালেগ হওয়ার পূর্বেই মামা তার নামের কিছু জমিকে ওয়াকফ করে দেন। কিন্তু ভাগিনা বালেগ হওয়ার পর তার জমি ফেরত নিতে চান। জানার বিষয় হলো এমতাবস্থায় সে তার মামার ওয়াকফ করা জমি ফেরত নিতে পারবে কি না?

উত্তর:- ইসলামি শরীয়তে নাবালেগ ছেলের ওয়াকফ গ্রহণযোগ্য নয়। এবং কারো এ অধিকারও নেই যে সে কোন নাবালেগের পক্ষ থেকে তার সম্পত্তি ওয়াকফ করে দিবে।

 

সুতরাং প্রশ্নোক্ত  সুরতে উক্ত নাবালেগ ভাগিনা তার মামার ওয়াকফ করা সম্পত্তি  ফেরত নিতে  পারবে। কারণ সে ওয়াকফটাই সহিহ হয়নি।

 

রদ্দুল মুহতার- ৪/৩৩৯ । ফাতাওয়ায়ে হিন্দিয়া- ২/৩৫২। ফাতাওয়ায়ে মাহমুদিয়া- ১৪/২৬৫।

Share This:

Leave Your Comments

Your email address will not be published.