প্রশ্ন:- মহিলারা বর্তমানে নেইল পালিশ ব্যবহার করে অযু ও গোসল করে। জানার বিষয় হলো, নেইল পালিশ ব্যবহার করে কি পবিত্রতা অর্জন করা সম্ভব?

উত্তর :- শরয়ী নিয়মানুযায়ী অযু গোসলের ক্ষেত্রে শরীরের নির্দিষ্ট স্থানে পানি পৌছানো জরুরী। কোন প্রতিবন্ধক সৃষ্টি কারী বস্তুর কারণে পানি না পৌছলে ঐ বস্তু সরানো পর্যন্ত অযু ও গোসল কোনটাই শুদ্ধ হবে না।

আর নেইল পালিশের কারণে হাত ও পায়ের অঙ্গগুলোাতে আবরণ পড়ায় তাতে পানি পৌছায় না। আর পানি না পৌছায় উক্ত ব্যক্তির অযুও শুদ্ধ হয় না।  বিধায় অযু করতে হলে প্রথমে নেল পালিশ উঠাতে হবে। তারপর অযু বা গোসল করবে।

রদ্দুল মুহতার – ১/১৫৪; ফাতাওয়া হিন্দিয়া- ১/৫৪; হাশিয়ায়ে তাহতাভি- ১০২; ফাতাওয়া হাক্কানিয়া – ২/৫০১।

Share This:

Leave Your Comments

Your email address will not be published.