প্রশ্ন:- মসজিদ মাদরাসার ওয়াকফকুত সম্পত্তি হতে অর্জিত আয় দ্বারা ইমাম-মুয়াজ্জিনের বেতন আদায় করা জায়েয আছে কি না?

উত্তর:- মসজিদ, মাদরাসার জন্য সম্পদ ওয়াকফ করার সময় ওয়াকফকারী তার খরচের খাত উল্লেখ করে দেন। তাহলে ঐ নির্দিষ্ট খাত ব্যাতিত অন্য খাতে তা খরচ করা বৈধ নয়। আর যদি ওয়াকফকারী সম্পদ ওয়াকফ করার সময় কোন খাতের উল্লেখ না করে। তাহলে কর্তৃপক্ষের জন্য বৈধ আছে যে উক্ত সম্পদ মসজিদ বা মাদরাসার প্রয়োজনীয় যেকোন খাতে ব্যয় করতে পারবে।

সুতরাং প্রশ্নে বর্ণিত সম্পদ ওয়াকফ করার সময় কোন বিশেষ খাতের কথা উল্লেখ করে দিলে উক্ত সম্পদকে কেবল সে খাতেই ব্যয় করা যাবে। আর তা না করলে যেকোন খাতে তা খরচ করা যাবে।

আদ দুররুল মুখতার – ৪/৩৬৬। আল বাহরুর রায়েক – ৫/৩৬৫। ফাতাওয়ায়ে হিন্দিয়া – ২//৩৫৬। কিফায়াতুল মুফতি – ১০/২৩৭।

Share This:

Leave Your Comments

Your email address will not be published.