প্রশ্ন:- মনে মনে তালাক দিলে তালাক পতিত হবে কি না?

উত্তর :- শরীয়তে তালাক পতিত হওয়ার জন্য শর্ত হলো, তা বোধগম্য পন্থায় (তথা, মৌখিক উচ্চারণের মাধ্যমে বা লিখিত আকারে অথবা ইঙ্গিতে) ব্যক্ত করা। কেবল অন্তরে পোষণের দ্বারা তালাক পতিত হয় না। কেননা তা অন্যের বোধগম্যের বাহিরে।

মিশকাতুল মাসাবীহ – ১/১৮; আল হিদায়া- ৩/২৩০; ফাতাওয়া উসমানি- ২/৩১৭; ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ- ৯/৯৬।

Share This:

Leave Your Comments

Your email address will not be published.