প্রশ্ন:- বর্তমানে সমাজের মধ্যে নিজের মা-বোন ছাড়াও ধর্ম মা , বোন জাতীয় সম্পর্ক তৈরী করে। এবং তাদের সাথে কোন প্রকার পর্দা রক্ষা করে না। শরীয়তে তাদের এধরনের সম্পর্ক বৈধ আছে কি না?

উত্তর:- ধর্ম মা, বোন বলতে শরীয়তে কোন সম্পর্কের অস্তিত্ত নেই। বরং নিজের রক্তের মা বা বোন এবং মাহরাম ব্যতিত সকলের সঙ্গে পর্দা রক্ষা করা ফরজ।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে ধর্ম মা বা বোন বানিয়ে তাদের সঙ্গে পর্দা না করা নাজায়েয।

 

সুরা আহযাব- -৫। সহিহ বোখারী – ২/৬১৯। সহিহ মুসলিম- ২/৩২। সুনানে আবি দাউদ- ২/৫৬৮ ।

Share This:

Leave Your Comments

Your email address will not be published.