প্রশ্ন: বর্তমানে একটি দোকানের বিভিন্ন স্পেস বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিকে এভাবে ভাড়া দেয় যে, ভাড়া গ্রহীতা স্পেসে বসে যত টাকা ইনকাম করবেন তার অর্ধেক মালিককে দিতে হবে। উল্লেখ্য কখনো কখনো মালিকের পক্ষ হতে ভাড়া গ্রহীতার পেশার সাথে সম্পৃক্ত আসবাবপত্র সরবরাহ করা হয় এবং উক্ত পদ্ধতি বর্তমানে ব্যাপক প্রচলিত এভাবে ভাড়া দেওয়া বৈধ হবে কি?
Mufti Shamsuddoha | 9 views | ক্রয় বিক্রয় | জানুয়ারী 13, 2021 | No
Shortlink:
উত্তর: শরয়ী নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের জন্য কোন জিনিস কাউকে ব্যবহার করার অনুমতি দেয়াকেই ইজারা বলে। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু সময় বিনিময় তথা লভ্যাংশ নির্ধারিত আছে তাই এভাবে ভাড়া সহীহ হবে।
আদ্দুররুল মুখতার ৯/৪৯, ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ১৫/২৫৬