প্রশ্ন: পালক সন্তানের সাথে হজে যাওয়ার সহিহ হবে কিনা?
Shortlink:
উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী মহিলারা স্বামী বা মাহরাম ব্যতীত হজে যাওয়া জায়েজ নেই। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু পালক সন্তান আপন সন্তানের ন্যায় মাহরাম নয়, অতএব তাঁর সাথে হজে যাওয়া সহীহ হবে না।
আল হিদায়া ১/২৩৩, আল ফিকহুল হানাফী সাওবিহিলল জাদীদ ১/৪৫৩, মাসায়েলে রফাত কাসেমী ৫/৭১