প্রশ্ন: নিলামে কোন জিনিস বিক্রি করা যেমন একটা বই একজনে বলল বিশ টাকা অপরজন বললো চল্লিশ টাকা এভাবে একের পর এক বলতেই থাকে একপর্যায়ে বিক্রিত বস্তুর মূল্য মূল মূল্যের কয়েক গুণ দাম উঠে এভাবে ক্রয়-বিক্রয়ের কি বৈধ হবে?
Mufti Shamsuddoha | 7 views | ক্রয় বিক্রয় | জানুয়ারী 12, 2021 | No
Shortlink:
উত্তর: শরীয়তের নীতিমালা অনুযায়ী দাম হাঁকিয়ে বা নিলামে পণ্য বিক্রি করা জায়েজ। সুতরাং প্রশ্নের বর্ণিত পদ্ধতিটি নিলামে বিক্রির পর্যায় ভুক্ত হওয়ায় বৈধ তার মূল্য নির্ধারণ ও দাম হাঁকানোর ক্ষেত্রে সহনশীল হওয়া উচিত।
আদ্দুররুল মুখতার মাআ রদ্দিল মুহতার ৫/১০৩, ফাতহুল কাদীর ৬/৪৩৯, ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ১৪/২৮৭