প্রশ্ন: নির্দিষ্ট সময়ের জন্য ফ্ল্যাট বেচাকেনা করার হুকুম কি?
Mufti Shamsuddoha | 10 views | ক্রয় বিক্রয় | জানুয়ারী 13, 2021 | No
Shortlink:
উত্তর: শরীয়তের নীতিমালা অনুযায়ী দীর্ঘমেয়াদী ইজারা চুক্তি স্থায়ী লেনদেন চুক্তির হুকুমে। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যদি এমন নির্দিষ্ট সময়ের জন্য ফ্ল্যাট বিক্রি হয় যে, সময় সাধারণত মানুষ জীবিত থাকে না, তাহলে স্বাভাবিক লেনদেন চুক্তির ন্যায় হবে এবং উক্ত ফ্ল্যাট ক্রেতা মালিক হিসেবে গণ্য হবে।
কাওয়াইদুল ফিকহিয়্যাহ ৩১, আল ফিকহুল ইসলামী ওয়াআদিল্লাতুহু ৪/৫২৩, ফিকহী জাওয়াবেত ২/২৮