প্রশ্ন: দোকান বা জায়গা ভাড়া নেওয়ার সময় নির্ধারিত ভাড়া ব্যতীত সিকিউরিটি হিসেবে যে টাকা মালিক কে দেওয়া হয় যা ফেরত নেওয়া হয় না। এই টাকা মালিকের জন্য নেয়া হালাল হবে কি?

উত্তর: দোকান বা বাজার নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নেয়া-দেওয়ার ক্ষেত্রে সিকিউরিটি মানি হিসেবে যেই টাকা প্রদান করা হয় তা শরীয়াতে বৈধ। তবে উক্ত টাকা মালিকের অনুমতি ছাড়া ভোগ করতে পারবে না। মেয়াদ উত্তীর্ণের পর টাকা মালিককে ফেরত দিতে হয়।

সুতরাং, প্রশ্নোক্ত সূরতে দোকান বা জায়গা নির্দিষ্ট ভাড়া অতিরিক্ত সিকিউরিটি হিসেবে গৃহিত টাকা নেওয়া বৈধ, তবে তা মালিকের অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। মেয়াদ উত্তীর্ণের পর টাকা ফেরত দিয়ে দিবে।

রদ্দুল মুতহার-৪/৫১৮, বুহুস ফি কাযায়া-১১৪, রদদুল মুহতার-৫/৩৬২.

Share This:

Leave Your Comments

Your email address will not be published.