প্রশ্ন:-জেলখানায় বন্দি-কয়েদি যারা রাষ্ট্রীয় নিয়ম – কানুনের কারণে বাহিরে বের হতে পারেনা। এমতাবস্থায় জেলখানার ভিতরে তারা জুমার নামাজ আদায় করতে পারবে কিনা?

উত্তর:-জুমার নামাজ শুদ্ধ হওয়ার জন্য অন্যতম একটি শর্ত হল,জনসাধারণের জন্য উন্মুক্ত থাকা। তবে নিরাপত্তার জন্য জনসাধারণের প্রবেশের অনুমতি না থাকা জুমার নামাজ আদায় সহীহ হওয়ার প্রতিবন্ধক নয়। 

সুতরাং প্রশ্নেবর্ণিত সুরতে জেলখানার ভিতরে বন্দি-কয়েদিদের জুমার নামাজ পড়ার অনুমতি রয়েছে। 

আদ্দুররুল মুখতার ২/১৫২,ফাতওয়ায়ে তাতারখানিয়া ২/৫৭৭,আল মুহিতুল বোরহানি ২/৪৬৪,আহসানুল ফাতওয়া ৪/১১২

উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Share This:

Leave Your Comments

Your email address will not be published.