প্রশ্ন:- জনৈক ব্যক্তি মাদরাসার নামে একটি জমি মৌখিকভাবে ওয়াকফ করে দেয়। কিছু দিন পর রেজিষ্ট্রেশন করার কথা বললে তিনি এড়িয়ে যান। এক বছর পর সে জমিটি ফেরৎ নিতে চায়। জানার বিষয় হলো, সে এখন জমিটি ফেরত নিতে পারবে কি না?

উত্তর:- ওয়াকফ সহীহ হওয়ার জন্য মৌখিক উচ্চারণই যথেষ্ট। রেজিষ্ট্রেশন হলো রাষ্ট্রীয় আইন।

সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে মৌখিকভাবে ওয়াকফ করার কারণে উক্ত ওয়াকফ সহীহ হয়ে গেছে। তাই সে আর ঐ জমি ফেরত নিতে পারবে না।

 

আদ দুররুল মুখতার- ৪/৩৪০। আল হিদায়া- ২/৬৪০। মাজমাউল আনহার- ২/৫৮১। ফাতাওয়ায়ে মাহমুদিয়া- ২৩/৩৮।

Share This:

Leave Your Comments

Your email address will not be published.