প্রশ্ন:- জনৈক ব্যক্তি তার স্ত্রীকে বললো- আমি তোমাকে তিন তালাক দিলাম। কিছুক্ষণ পর বললো- না দুই তালাক দিলাম। জানার বিষয় হলো, তাহলে তার স্ত্রীর উপর কয় তালাক পতিত হবে?

উত্তর :-  কোন  ব্যক্তির যদি নিজের কোন বক্তব্যে কোন প্রকার সংশোধনী থাকে তাহলে নিয়ম হলো, উক্ত সংশোধনী (ইস্তিসনা) পূর্ব বক্তব্যের সাথে সাথে দেয়া। কোন প্রকার বিলম্ব না করা। বিশেষ করে তালাকের ক্ষেত্রে বিলম্বে দেয়া সংশোধনী গ্রহণযোগ্য নয়।

বিধায়, প্রশ্নোক্ত সুরতে ‍উক্ত ব্যক্তির সংশোধনী কিছুক্ষণ পরে দেয়া হয়েছে। তাই তা গ্রহণযোগ্য হবে না। এবং তার স্ত্রীর উপর তিন তালাকই পতিত হবে।

 

আল হিদায়া – ২/৩৮৯; ফাতহুল কাদীর – ৪/১২৪; ফাতাওয়া বাযযাযিয়া – ১/১৫৮;  ফাতাওয়া তাতারখানিয়া – ৪/৫৪৫; এমদাদুল আহকাম ২/৫৮৪।

Share This:

Leave Your Comments

Your email address will not be published.