প্রশ্ন:- জনৈক ব্যক্তি ঈদের আগে কম মূল্যে চিনি কিনে স্টক করে ঈদের বাজারে বেশী দামে বিক্রয় করতো। শরীয়তে এর কোন সুযোগ আছে কি না?

উত্তর:- ইসলামি শরীয়তে খাদ্য দ্রব্যের এমন মজুদ যা জনজীবনকে ভোগান্তিতে ফেলে। এবং দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদাকে সংকটাপন্ন করে তোলে। এমন মজুদ জায়েয নেই।

বিধায়, প্রশ্নে বর্ণিত সুরতে উক্ত ব্যক্তির চিনি স্টকের দ্বারা যদি জনজীবনে বিরূপ প্রভাব পড়ে। তাহলে তা হারাম। আর যদি এমন না হয় তাহলে সেই স্টক করাতে কোন অসুবিধা নাই।

সহিহ মুসলিম – ২/৩১। তাকমিলায়ে ফাতহুল মুলহিম – ১/৪১১। আল হিদায়া ৩/৪৭০। আপতে মাসায়েল আওর ‍উনকা হল- ৭/১১২।

Share This:

Leave Your Comments

Your email address will not be published.