প্রশ্ন:- জনৈক পীরের মুরিদ “ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ” বলে। তার এরকম বলা শরিয়ত সম্মত হবে কি না?

উত্তর:- হাজির নাজির তথা সর্বস্থানে সর্বসময় উপস্থিত থাকা ও সব কথা শোনার গুণ বা সিফাত কেবল আল্লাহ তাআলার  জন্যই প্রযোজ্য ও প্রমাণিত। অন্য কারো জন্য এ ধরণের গুণাবলী যুক্ত করা অন্যায় ও অবৈধ।

বিধায়, প্রশ্নে বর্ণিত পীরের মুরিদ যদি এই আকিদা রেখে“ইয়া রাসূলুল্লাহ” বলে যে আল্লাহ তাআলার মত রাসূল সা.ও হাজির নাজির। তথা সর্বত্র বিরাজমান ও সর্বদ্রষ্টা। এবং তিনি আমাদের কথা শোনেন। তাহলে বৈধ হবে না। আর যদি উক্ত আকিদা না রেখে শুধু মুহাব্বতে আবেগের সাথো এই আকিদা রেখে বলে যে আমাদের দরুদ শরীফ ফেরেস্তারা হুজুরের নিকট পৌছিয়ে দিবেন। আর নবীজি কবরে শুয়ে আমাদের দরূদের জওয়াব দিবেন। ও আমাদের জন্য দোআ করবেন। তাহরে এমন আকিদা রাখাতে কোন অসুবিধা নাই। এমন আকিদা নিয়ে ইয়া রাসূলুল্লাহ বলাতে কোন অসুবিধা নাই।

 

সুরা হুজরাত – ৪; তাফসিরে ইবনে কাসির – ৭/৩৭৩; মিশকাতুল মাসাবীহ – ১/৮৭; এমদাদুল ফাতাওয়া- ৫/৩৯০; ফাতওয়া – ১/১৬২; ফাতাওয়া রহিমিয়া- ১/১০৮।

 

 

Share This:

Leave Your Comments

Your email address will not be published.