প্রশ্ন:- কোন ব্যক্তি কাউকে হত্যা করার কারণে আদালত কর্তৃক কারাদণ্ডের দ্বারা কি অপরাধ মুক্ত হয়ে যাবে?

উত্তর :- শরীয়া আইনে হত্যার বিনিময়ে হত্যা বা মুক্তিপণ নিয়ে মাফ করে দেয়ার অধিকার একমাত্র নিহতের পরিবারের এক্ষেত্রে যদি আদালত তাদের প্রতি কোন ভ্রুক্ষেপ না করে রায় দেয় তাহলে পুনরায় আপিল করার সুযোগ থাকবে।

সুতরাং প্রশ্নে বর্ণিতাবস্থায় হত্যার শাস্তি শুধুমাত্র কারাদণ্ড গ্রহণযোগ্য নয়। বিধায়, নিহতের পরিবার ইচ্ছা করলে এ রায়ের বিরুদ্ধে আপিল করে পুনর্বার বিচার চাইতে পারবে।

 

রদ্দুল মুহতার – ৬/৫২৯। ফাতাওয়ায়ে হিন্দিয়া – ৬/৫। কিফায়াতুল মুফতি – ১৩/২৩২।

Share This:

Leave Your Comments

Your email address will not be published.