প্রশ্ন: কোন ব্যক্তির যদি একাধিক বৎসরের যাকাত দেওয়া বাকি থাকে এমতাবস্থায় তার করণীয় কি?
Shortlink:
উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী যাকাত যোগ্য সম্পদ প্রয়োজন অতিরিক্ত হয়ে নেসাব পরিমাণ হলে বছরান্তে যাকাত ওয়াজিব হয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে প্রথম বছরের যাকাত আদায় করার পর যদি নেসাব বাকি থাকে তাহলে দ্বিতীয় বছরের যাকাত আদায় করবে এভাবে পরবর্তী বছরগুলোর যাকাত আদায় করবে, যদি নেসাব বাকি না থাকে তাহলে প্রথম বছর ছাড়া অন্য বছরের যাকাত আদায় করা জরুরী নয়।
আল বাহরুর রায়েক ২/৩৫৮, আদ্দুররুল মুখতার ৩/২১৪, ফাতাওয়ায়ে মাহমুদিয়া ৯/৪৮‘