প্রশ্ন: কোন নাবালকের পক্ষ থেকে যদি তার অলি (অভিভাবক) তার স্ত্রীকে তালাক দেয় তাহলে তালাক পতিত হবে কিনা?
Mufti Shamsuddoha | 11 views | তালাক/ডিভোর্স | জানুয়ারী 10, 2021 | No
Shortlink:
উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী নিজ স্ত্রীর উপর নিজের তালাকই পতিত হয়, বিনা অনুমতিতে অন্য কাহারো তালাক পতিত হয় না, আর নাবালক কাউকে তালাকের উকিল বানানোর সুযোগ নেই। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে পিতার তালাক সন্তানের স্ত্রীর উপর পতিত হবে না।
রদ্দুল মুখতার ৩/২৩০, হিন্দিয়্যাহ ৫/১২৯ কেফায়াতুল মুফতি ৭/৫৯৭