প্রশ্ন: কুরবানীর উদ্দেশ্যে কয়েক শরীক মিলে গরু ক্রয় করার পর এক শরীক মারা যায়, এখন মৃত শরীকের অংশ কুরবানী করা কি জরুরী নাকি ওয়ারিশদের কুরবানী করা বা না করার এখতিয়ার আছে?

উত্তর: না, কোন শরীক মারা গেলে তার অংশ কুরবানী করা জরুরী নয়। বরং তার ওয়ারিশদের অনুমতি লাগবে। যদি তার ওয়ারিশগণ কুরবানী করার অনুমিত দেন, তাহলে কুরবানী করা যাবে, অন্যথায় কুরবানী করা যাবে না।

-কিতাবুল আসল-৫/৩০৬, আদ্দুররুল মুখতার-৬/৩২৬, বাদায়েউস সানায়ে‘-৪/২০৯.

 

Share This:

Leave Your Comments

Your email address will not be published.