প্রশ্ন:- কিছু এমন লোক আছে যারা রাসুল সা. এর নাম শুনে আঙ্গুলের নখ চুমু খায়। এবং চোখে লাগায়। শরীয়তের দৃষ্টিতে তা কেমন?

উত্তর:- কোন ভাল কাজ শরীয়সম্মত ও আমলযোগ্য হওয়ার জন্য উক্ত আমলটি দলিল চতুষ্টয় দ্বারা প্রমাণিত হওয়া জরুরী।

আর যদি দলিল চতুষ্টয় দ্বারা উক্ত কাজ প্রমাণিত না হয়। এবং সাহাবা, তাবেয়ীন ও তাবে তাবেয়ীনদের যুগে তার কোন ভিত্তি না থাকে তাহলে তা আমল যোগ্য হবে না। এমন আমল বাহ্যিকভাবে যতই ভালই হোক না কেন। তা হতে বেচে থাকা জরুরী।

প্রশ্নোক্ত আচরণ তথা নবীজির নাম শুনে আঙ্গুল চুমু খাওয়া ও তা চোখে ছোয়ানো ইত্যাদি আমলসমূহ না দলিল চতুষ্টয় দ্বারা প্রমাণিত। আর না সাহাবা, তাবেয়ীন ও তাবে তাবেয়ীনদের যুগে তার কোন ভিত্তি আছে। তাই এই আমল থেকে বিরত থাকা জরুরী।

 

আযিযুল ফাতাওয়া – ১/১২৭; ফাতাওয়া রহিমিয়া – ২/৮৬ , ২/৫৯ ।

Share This:

Leave Your Comments

Your email address will not be published.