প্রশ্ন:- কারো কাছে কোন বস্তু রাখলে বন্ধক গ্রহীতা উক্ত বস্তু হতে কোন প্রকার উপকার গ্রহণ করতে পারবে কি না?

উত্তর :- ইসলামী শরীয়তে লেনদেনের ক্ষেত্রে বিনিময়হীন অতিরিক্ত লাভ বা মুনাফা গ্রহণকেই সুদ বলা হয়েছে। আর বন্ধক হিসেবে রক্ষিত বস্তু থেকে উপকৃত হওয়াটাও বিনিময়হীন সুবিধা গ্রহণের অন্তর্ভূক্ত হওয়ায় সুদ।

বিধায় প্রশ্নে বর্ণিত সুরতে বন্ধক হিসেবে  গচ্ছিত বস্তু হতে ঋনদাতার কোন  প্রকার সুবিধা বা মুনাফা গ্রহণকে সুদ হওয়ার কারণে হারাম ও নাজায়েয।

 

রদ্দুল মুহতার – ৬/৪৮২। মাজমাউল আনহার ৪/২৭৩। ফাতাওয়ায়ে উসমানিয়া – ৩/৪২২।

Share This:

Leave Your Comments

Your email address will not be published.