প্রশ্ন: এ‘তেকাফ অবস্থায় ফরয গোসল ব্যতিত সাধারণ গোসল করা যাবে কিনা? যদি কেউ করে তাহলে কি তার এ‘তেকাফ ভেঙ্গে যাবে?

উত্তর: না, এ‘তেকাফ অবস্থায় সাধারণ গোসল করা যাবে না, শুধুমাত্র ফরয গোসল করা যাবে। আর যদি কেউ ফরয ছাড়া সাধারণ (যা আমরা সাধারণ নিয়মে প্রতিদিন করে থাকি) গোসল করে তাহলে তার এ‘তেকাফ ভেঙ্গে যাবে।

-ফাতাওয়া কাযিখান-১/১৩৯, হাশিয়াতুত ত্বহতাভি-৭০২, ফাতাওয়া হিন্দিয়া- ১/২৭৬.

 

Share This:

Leave Your Comments

Your email address will not be published.