প্রশ্ন:-এক ব্যক্তি এমন মোজা পরিধান করেছে যা মানুষ কেটস জুতার ভেতরে পরিধান করে থাকে । আমার জানার বিসয় হল,উক্ত মোজার উপর মাসাহ করার বিধান কী?

উত্তর:-শরয়ী দৃষ্টিতে মোজার উপর মাসাহ করা জায়েয । তবে কিছু শর্ত রয়েছে ১) মোজা এত মোটা এবং ঘন হওয়া যা দ্বারা পায়ের সাথে বাঁধা ছাড়া ৩ মাইল পথ অতিক্রম করা যায়। কিন্তু তা ফেটে যায়না। ২) বাঁধা ছাড়াই পায়ের সাথে স্থীর থাকে। ৩) মোজার মধ্যে পানি প্রবেশ করেনা ৪) মোজা এত ভারি হওয়া যে ভেতরের কোন অংশ দেখা যায়না।

সুতরাং প্রশ্নেবর্নিত মোজায় উপরোক্ত শর্তগুলো না থাকায় উক্ত মোজার উপর মাসাহ করা জায়েয নেই।

আদ্দুররুল মুখতার ১/২৬৯,বাদায়েয়ুস সানয়ে ১/৪৬,আল ফিকহুল হানাফি ওয়া আদিল্লাতুহু ১/৯৭,আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু ১/৪২৭,ইমদাদুল ফাতওয়া ১/৭৬

উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Share This:

Leave Your Comments

Your email address will not be published.