প্রশ্ন :- আমরা জানি, ইসলামী শরীয়তে ব্যাভিচারের শাস্তি প্রস্তরাঘাতে হত্যা করা। কিন্তু যেখানে ইসলামী শাসন নেই বা যেটা অমুসলিম রাষ্ট্র সেখানে এই শাস্তি কীভাবে কার্যকর করবে?

উত্তর;- ইসলামী দৃষ্টিকোণে দণ্ডবিধি কার্যকর করার একমাত্র অধিকার রাষ্ট্র বা প্রশাসনের। কোন ব্যক্তি বা মহল বিশেষের জন্য এতে হস্তক্ষেপ করার কোন সুযোগ বা অধিকার নেই।
সুতরাং অমুসলিম রাস্ট্র বা যেখানে ইসলামি শাসন নেই এমন স্থানে শরয়ী দণ্ডবিধি কার্যকর করার অবকাশ নেই। হ্যা, ভীতি প্রদর্শনের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেতে পারে।

আদ দুররুল মুখতার – ৪/৫। রদ্দুল মুহতার- ৪/৫। ফাতাওয়ায়ে সিরাজিয়্যাহ- পৃ. ২৭৮। মাজমাউল আনহুর – ২/৩৪৮। ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ- ১২/১৮১।

Share This:

Leave Your Comments

Your email address will not be published.