প্রশ্নঃ- এমন পশু যা পুরুষ না মহিলা আন্দাজ করা যায়না এর দ্বারা কুরবানি জায়েজ হবে কিনা?

উত্তরঃ-কুরবানি সঠিক হওয়ার জন্য এমন ত্রুটিমুক্ত পশু দ্বারা কোরবানি করতে হয় যে ত্রুটিযুক্ত পশু দ্বারা কুরবানী করা বৈধ নয় । আর ফুকাহায়ে কিরাম হিজড়া পশুর গোস্ত সিদ্ধ না হওয়ার কারণে ত্রুটি হিসেবে গণ্য করেছেন যার দ্বারা কুরবানী হয় না।বিধায় পুরুষ না মহিলা আন্দাজ করা যায় না এমন ত্রুটিযুক্ত পশু দ্বারা কুরবানী করা বৈধ হবে না ।

 

দলীলঃ-

ফাতাওয়ায়ে আলমগীরী -৫/৩৪৫

আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু -৩/৬১৭

ইমদাদুল আহকাম-৪/২৭০

ফাতাওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ১৫/ ৫৩৭

Share This:

Leave Your Comments

Your email address will not be published.