প্রশ্নঃ আমাদের এলাকায় কবর খনন করার সময় কিছু মুরুব্বি লোকেরা বলে থাকেন যে, কবর এত পরিমাণ গভীর কর,যাতে ফেরেস্তা এসে সাওয়াল যাওয়াব করার সময় লাশকে বসালে লাশের মাথা বাশের চালীর সাথে ঠেকে না যায়।বা বলেন বুক সমান গভীর করো,এই বার্তা কি সঠিক?আর কবরের গভীর কতটুক পরিমাণ হবে?

প্রশ্নঃ আমাদের এলাকায় কবর খনন করার সময় কিছু মুরুব্বি লোকেরা বলে থাকেন যে, কবর এত পরিমাণ গভীর কর,যাতে ফেরেস্তা এসে সাওয়াল যাওয়াব করার সময় লাশকে বসালে লাশের মাথা বাশের চালীর সাথে ঠেকে না যায়।বা বলেন বুক সমান গভীর করো,এই বার্তা কি সঠিক?আর কবরের গভীর কতটুক পরিমাণ হবে?

উত্তরঃ ইসলামী শরীয়তে কবরের গভীরতা এবং প্রশস্ততার সাথে কবরের লাশের প্রশ্ন উত্তরের কোন সম্পর্ক নেই, তবে শরীয়তে কবরের গভীর তার পরিমাণ হল,মানুষের কোমর পর্যন্ত অথবা বুক পর্যন্ত। এবং এর চেয়ে বেশি হলেও কোন অসুবিধা নেই।সুতরাং কবরের গভীরতার ব্যাপারে মুরুব্বিদের প্রশ্নোল্যেখিত কথা গুলো সঠিক নয়। দলিলঃ দুররুল মুখতার ২/২৩৪ ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/২২৭ বাহরুর রায়েক ২/৩৩৭ হাশিয়ায়ে তাহাবি আলা মিরাকিল ফালাহ ৬০৭ মুহিতুল বোরহানি ৩/৯০ ফাতাওয়ায়ে মাহমুদিয়া ৯/৫১

Share This:

Leave Your Comments

Your email address will not be published.