আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ! জনাব মুফতি সাহেবের কাছে আমার জানার বিষয় হলো ছোট কাল থেকে শুনে আসছি রমজান মাস তিন ভাগে বিভক্ত। রহমত, মাগফিরাত ও নাজাত। এখন আবার শুনছি এগুলো নাকি জাল হাদীস। এখন কোনটা সঠিক? দলিল সহ জানালে উপকৃত হবো।